কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ॥
কাউখালী উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ৭ই মার্চ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান, কবিতাবৃতি, বঙ্গবন্ধুর ভাষন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মুজিব শতবর্ষ মঞ্চে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, সহ-সভাপতি কামরুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা কৃষি অফিসার আলী আজিম শরীফ, অধ্যক্ষ অলোক কর্মকার, অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]