
মাসুদ রেজা, জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
সোমবার ঐতিহাসিক ০৭ মার্চ” দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ০৮:০০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে দোয়া ও মাগফেরাত কামনা করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ এবং শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, এমপি ,জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পন করেন।