মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে অগ্নিকাণ্ডে সৌদি প্রবাসীর বসতঘর পুড়ে ছাই। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব বাদুরতলা এলাকার মো. শামসুল হক হাওলাদারের বসতঘরে এ ঘটনা ঘটে। শামসুল হক ঐ এলাকার মৃত রাজ্জাক হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে সৌদি আরব রয়েছেন। প্রবাসী শামসুল হকের স্ত্রী লিজা বেগম জানায়, সন্ধ্যায় তারা ঘরে তালা লাগিয়ে সবাই পাশের একটি মাহফিলে যায়। ঘরে আগুন লাগার খবর পেয়ে বাড়িতে ছুটে এসে দেখে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন।
স্থানীয়রা জানায়, ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনা স্থলে পৌছানো আগেই সব পুড়ে শেষ হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারেনি। ফায়ার সার্ভিস ষ্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আাগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগছে তদন্ত না করে বলে যাচ্ছে না।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]