
মোঃ আব্দুর রাজ্জাক
বালিয়াডাংগী, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস-২০২২ পালন করেছেন উপজেলা প্রশাসন।
পূর্বের ঘোষিত নির্ধারিত সময় ও সূচি অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দিনব্যাপী ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। সকাল ১০.০০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ যোবায়ের হোসেন ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলী আসলাম জুয়েল সহ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। বেলা ১০.৪৫ টায় ইউনিয়ন পরিষদসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১১.০০ টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও ৬ মার্চ অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বাদ যোহর উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, মন্দির, গীর্জাসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।