
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৯:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৩, ১১:২৮ পি.এম
মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের নির্বাচনে সভাপতি দেলোয়ার ও সাধারণ সম্পাদক নান্নু নির্বাচিত।
মোস্তাফিজুর রহমান, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘ রেজি নং- ১১৬০ এর নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে। এবারের নির্বাচনে পৃথক দুই প্যানেল থেকে সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনেক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করেন। ত্রি-বার্ষিক এ নির্বাচনে মোঃ দেলোয়ার হোসেন সভাপতি ও রেজাউল করিম নান্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দেলোয়ার- শাহিন প্যানেল থেকে মোঃ দেলোয়ার হোসেন (কলস) প্রতীক নিয়ে ৩৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী আঃ রব ব্যাপারী (ছাতা) প্রতীকে পেয়েছেন ৩১৫ ভোট।
আঃ রব- নান্নু প্যানেল থেকে মো. রেজাউল করিম নান্নু (বাঘ) প্রতীক নিয়ে ৩৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদন্ধী মো. শাহিন মোল্লা (ঘড়ি) প্রতীক পেয়েছেন ২৭৭ ভোট।
এছাড়া অন্যান্য পদে সহ-সভাপতি আঃ স্বপন শিকদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার , সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আশ্রাব আলী , কোষাধ্যক্ষ মোঃ মোখলেছ গাজী ও সদস্য মো. খলিলুর রহমান, আউয়াল মৃধা, মোঃ ইব্রাহীম ও নির্মল শাহ নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের নির্বাচনে মোট ৬৮৯ জন ভোটার ভোট প্রদান করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৭৭৯ জন ভোট কেন্দ্র এসে ভোট প্রদান করেন নি ৯০ জন ভোটার।
নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষতা বজায় রাখতে পুলিশ সদস্যরা সকাল থেকেই নির্বাচনীয় কেন্দ্র ও তার আশপাশ এলেকা শান্তি শৃংঙ্খলা রক্ষার্থে টহল জোরদার রাখে সতর্ক অবস্থানে থাকে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।