
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২২, ৮:০৩ পি.এম
কুমিল্লার ময়নামতিতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

বুড়িচং, ( কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি তুত বাগানের সামনে আজ সকাল ৫:৩০ মিনিটে ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ ৬ জন যাত্রী নিহত হয়েছেন। ৬ জন যাত্রীর মধ্যে রয়েছে, বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের ছাফর আলীর ছেলে মো: জুলহাস মিয়া, এবং মোহাম্মদ আবুল হাশেমের ছেলে মো: জহিরুল ইসলাম।
কংশনগর গ্রামের, কংশনগর বাজারের ফল ব্যবসায়ী মোহাম্মদ দৌলতখানে ছেলে জালাল খান এবং আবদুল মতিনের ছেলে আলমগীর খান। দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের বাস শ্রমিক সাইফুর রহমান আরেকজন কুমিল্লা মেডিকেল কলেজে নিহত হন তার বাড়ি বুড়িচং উপজেলার রামপুর গ্রামে, তার নাম এখনো জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।