
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৩, ৪:৪৫ পি.এম
পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে খড়ের গাদায় আগুন।
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
পীরগঞ্জের পূর্ব শত্রুতার জেরে খড়ের গাদায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে ঘর-বাড়ী পুড়িয়ে দেয়ার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ। বুধবার রাতে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মিলকী গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
গ্রামবাসী ও এজাহার সূত্রে জানা যায়, মিলকী গ্রামের মৃত কাশেম মিয়ার ব্যবসায়ী পুত্র সবজাল মিয়ার (৫৬) সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই মৃত মহির উদ্দিনের পুত্র লেবু মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে লেবু মিয়া (৪২) বুধবার রাতে সবজাল মিয়ার বাড়ীর সঙ্গে থাকা খড়ের গাদায় পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় সবজাল মিয়া বাধা দিতে গেলে লেবু মিয়া অকথ্য ভাষায় গালি গালাজসহ প্রাণনাশের হুমকী দিতে থাকে।
এক পর্যায়ে আগুন যখন দাউদাউ করে জ্বলে উঠে তখন লেবু মিয়া সটকে পড়ে।
পরে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘ পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেনের সঙ্গে কথা হলে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।