
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৩, ৯:৩০ পি.এম
তাড়াশ মহিলা ডিগ্রী কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শামিউল হক শামীম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩) একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আ’লীগ, তাড়াশ প্রেসক্লাব, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ, তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সভাকক্ষে অধ্যক্ষ মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন পর্বের ছাত্রীরা অংশ গ্রহন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যাক্ষ মোঃ শাহাদত হোসেন, অধ্যাপক মোঃ জালাল উদ্দিন, অধ্যাপক মোঃ রায়হান সহ কলেজের সকল পর্যায়ের শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদ ও ছাত্রীরা।
এছাড়াও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত প্রার্থনার আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।