
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২২, ৮:১৮ পি.এম
নাটোরে ভুট্টাক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের গুরুদাসপুরের একটি ভুট্টাক্ষেত থেকে ফকির চান(৫৫)নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার গোপীনাথপুর গ্রামের এক ভুট্টাক্ষেত থেকে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফকির চান উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে দোকান থেকে বাড়িতে দুপুরের খাবার খেতে আসেন ফকির চান। খাওয়া শেষে দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তিনি দোকানে না গেলে তার ছেলে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এদিকে সন্ধ্যার পরও ফকির চানের কোনো সন্ধ্যান পাওয়া না গেলে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজন। পরে রাতে বিষয়টি পুলিশকে জানান।
কিন্তু রাতে আর তার কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে নিহতের ছেলের বৌ শ্বশুরের খোঁজ করতে করতে ভুট্টাক্ষেতে গেলে সেখানে ফকির চাঁনের মরদেহটি দেখতে পান তিনি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।