
রবিউল ইসলাম, রাজশাহীঃ
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন কাউন্সিল নির্বাচন। এ নির্বাচনে গোপনে পক্ষপাতিত্ব করে অন্য প্রার্থীদের না জানিয়ে ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়ন কাউন্সিল নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৮ মার্চ) সকালে অনুষ্ঠিত হবে।
জানা যায়, উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলামের বাজিতপুর মোড়স্থ
মাছের আড়ৎ কে ভোট কেন্দ্র নির্বাচিত করে ভোটের দিন নির্ধারণ করা হয়। উপজেলা আহ্বায়ক কমিটি কয়েকজন পার্থীদের অগোচরে পক্ষপাতিত্ব করে ভোটের তারিখ নির্ধারন করার অভিযোগ উঠেছে। সভাপতি পদে আব্দুল মান্নান ও ফিরোজ আহমেদ রঞ্জু, সাধারণ সম্পাদক পদে সাহার আলী, আনিসুর রহমান ও নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে আলাল উদ্দিন ও আহাদ আলী সহ মোট ৭ জনের অংশগ্রহণের কথা থাকলেও প্রচারের জন্য পর্যাপ্ত সময় না দেওয়ায় এ ঘটনায় ২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী নজরুল ইসলাম সাংবাদিক কে বলেন, আগামীকাল নির্বাচন আর আমাকে জানানো হয় আজ দুপুর ২.৩০মিনিটে মুঠোফোনে ।
সাহার আলী (মেম্বার) বলেন, আমাকে ফোন করে ডেকে (০১ মার্চ) জানানো হয় আগামী ৮ তারিখে নির্বাচন।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আহাদ আলী বলেন, আমাকে আজকে (০৭ মার্চ) জানানো হয়েছে আগামীকাল নির্বাচন তাই আমি প্রার্থীতা প্রত্যাহার করেছি।
সভাপতি পদপ্রার্থী আব্দুল মান্নান জানান, ৮ মার্চ কাউন্সিল নির্বাচন বিষয়টি গত ২-৩ দিন আগে জানিয়েছেন। নির্বাচন যত ছোট হোক না কেন প্রচারণার জন্য সময় লাগে তাই আমি প্রার্থীতা প্রত্যাহার করেছি।
এ বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি বাঘা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সভাপতি ও সাবেক পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলাম বাবলু।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন সম্পর্কে আমার জানা নেই। আগামীকাল এ নির্বাচন অনুষ্ঠিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।