প্রেস বিজ্ঞপ্তি
রাজধানীর ডেমরা এলাকায় চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দলের সদস্যকে নৃশংসভাবে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত কুখ্যাত পলাতক আসামি মোঃ শফিকুল ইসলাম @ রবিন @ জহিরুলকে রাজধানীর ডেমরা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩ ।
রাজধানীর ডেমরা এলাকায় চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত কুখ্যাত পলাতক আসামি মোঃ শফিকুল ইসলাম @ রবিন @ জহিরুল (৪৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-শুন্যাটেংরা, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকাকে ২৬/০২/২০২৩ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে ২০০৯ সালে রাজধানীর ডেমরা এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তার চক্রের সাথে একাধিক সক্রিয় সদস্য ছিল। উক্ত চক্রের মাঝে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে একটি বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধের জের ধরে ধৃত আসামী ও তার অন্য সহযোগীরা মিলে যোগসাজসে চাঁদাবাজ তাদের দলের একজন সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে ধৃত আসামী শফিকুল ইসলাম @ রবিন @ জহিরুল এর নামসহ একাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা হিসেবে রাজধানীর ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে নিজেকে আত্মগোপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক ধৃত আসামীকে মৃত্যুদন্ড সাজা প্রদানের রায় ঘোষনা করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফারজানা হক
সিনিয়র সহকারী পুলিশ সুপার
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]