
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৩, ১১:১৯ পি.এম
ভালুকায় উপজেলা আ’লীগ সাধারন সম্পাদকের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে ভালুকা উপজেলা মহিলা আওয়ামীলীগ। ২৭ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নিলিমা তাসলিম মিলির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শিউলী আশরাফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, শ্রম বিষয়ক সম্পাদক মিনারা খাতুন, ধর্ম বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোছাঃ মুক্তা আক্তার, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনি মালা সরকার প্রমূখ।
এছাড়াও জেলা ও উপজেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।