
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৩, ২:১২ এ.এম
তালতলীতে ১ কেজি গাঁজাসহ মহসীন ফকির গ্রেফতার
মোঃনাজমুল হোসেন বিজয়, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে এক কেজি গাঁজাসহ মহসীন ফকির (৪১) নামের চাকরিচ্যুত এক সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার ছোটবগী ইউপির ঠংপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত চাকরিচ্যুত সেনা সদস্য মহসীন ফকির (৪১) উপজেলার ছোটবগী ইউপির চরপাড়া গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে পুলিশের একটি টিম ক্রেতা ছদ্মবেশে মহসীন ফকিরের কাছে যায়। এবং ক্রয়বিক্রয় ও তল্লাশি চালিয়ে তাকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সেনাবাহিনীর চাকরিচ্যুত মহসীন ফকির দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলেন। কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে আগে সেনা সদস্য ছিলেন। এই মাদক কারবারির জন্য তাকে চাকুরিচ্যুত করা হয়েছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে আদালতে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।