মোঃ সারোয়ার হোসেন অপু , বদলগাছী,(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে গলায় ফাঁস দিয়ে রেনুকা সরেন (২১) নামে এক যুবতী আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত রেনুকা সরেন বদলগাছী উপজেলার সদর ইউপির জিয়ল গ্রামের আনছের সরেনের মেয়ে।
তথ্য সংগ্রহ কালে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের চালের বাঁশের সঙ্গে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
দুপুর সোয়া ২টায় রেনুকার মা আনজলিন বাড়িতে ফিরে এসে দেখে মেয়ের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও ঘর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ীতে থাকা মই দিয়ে ঘরের ভিতর দেখে রেনুকা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। রেনুকার মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে মই দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের দরজা খোলে।
থানায় খবর দিলে বদলগাছী থানার এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন ঘটনাস্থল পরিদর্শনে করেন।
স্থানীয়রা জানান, রেনুকার মা আনজলিন ভিক্ষাকরে জীবিকা নির্বাহ করে। ইতি পূর্বে রেনুকার ভাই ও আত্মহত্যা করে মারা গেছে। পরিবারের দুইটি সন্তানই আত্মহত্যা করে মারা গেলো।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, লাশের সুরুতহাল রিপোর্ট করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]