কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলায় পড়া - লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা -ইউএসএআইডি এর অর্থায়নে, উইন রক ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায়, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক ) কর্তৃক বাস্তবায়নে " এসো শিখি" প্রকল্প কাউখালী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রিডিং পড়ার দক্ষতা উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বাধীন পাঠক তৈরি ছাড়াও বিদ্যালয়ে কমিউনিটি সম্পৃক্ত করণ, এসএমসি, পিটিএ কমিটির সকল সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ কালীন সময়ে বিদ্যালয়ে পাঠদান অব্যাহত রাখার জন্য কাজ করছে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পড়া-লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মাহফুজা শেখ, সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান , শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় , মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর এসো শিখি প্রকল্প, এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ, অভিভাবক ও কোমল মতি শিক্ষার্থীরা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]