
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৩, ৯:২০ পি.এম
বঙ্গবন্ধু বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬নংকুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটী স্পোটিং ক্লাব ও মশিয়াহাটী আঞ্চলিক যুব সংঘের আয়োজনে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত।
আজ রবিবার (৫ মার্চ) বিকালে উক্ত উপজেলার মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মশিয়াহাটী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী জনাব:স্বপন ভট্টাচার্য এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব জনাব কাজী মাহমুদুল হাসান।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি,১৬নংকুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
খেলায় হাসানপুর ফুটবল একাদশ তুহিন স্পোটিং ক্লাবকে ২-১গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।