
হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টারঃ
সমাজের বিভিন্ন অপকর্ম, ডাকাতিসহ ১৫ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শামীম আহমদ কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামে। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কাওছার আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস আই সামাদ ও ফোর্সসহ অদ্য ৮ ফেব্রুয়ারি সোমবার বিভিন্ন জায়গায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে সকাল ৫টার দিকে শামীম আহমদ (৪০) পিতা, মোঃ রয়ফর উল্লা, কে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন পালিয়ে থাকা এই ডাকাতকে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা জায় হবিগঞ্জ জেলা সহ বেশ কয়েকটি জেলায় গুম, ডাকাতিসহ অন্তত ১৫ টি মামলার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কি কি উদ্ধার করা হয়েছে তদন্তের স্বার্থে তা জানাননি পুলিশ।
জেলার বিভিন্ন চরাঞ্চলে আত্মগোপনে থেকে বিভিন্ন অপকর্মের নেতৃত্ব দিয়ে আসছিল বলেও জানান কাওছার আলম। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আজ তোলা হবে আদালতে চাওয়া হবে রিমান্ড।