
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৩, ৯:০০ পি.এম
নেত্রকোণার কলমাকান্দায় শুরু হচ্ছে ১৭৮ তম ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:
মঙ্গলবার (৭ মার্চ, ২০২৩) থেকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সীমান্তবর্তী গোপালবাড়ি চেংগ্নী গ্রামে ১৭৮ বছরের ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা শুরু হচ্ছে।
হাজং সম্প্রদায়ের দোলপূজা উপলক্ষ্যে প্রতি বছর এ মেলা বসে। স্থানীয় সাংসদ সদস্য মানু মজুমদার আগামীকাল বিকেলে এ মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করার কথা রয়েছে।
মেলায় বিভিন্ন এলাকার দোকানিরা হরেক রকমের জিনিস সাজিয়ে ক্ষুদ্র মাজারি ধরনের দোকান সাজিয়েছে। নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের শিশু কিশোর নারী পুরুষ প্রতি বছর এ মেলায় আসেন। তারা তাদের পছন্দের জিনিস পত্র কিনে বাড়ি ফিরে যান। ভারত সীমান্তঘেষা এ মেলায় ওপারের তরুণ তরুণীরা সীমানা পেরিয়ে ছুটে আসেন এবং সন্ধ্যার আগে আগেই সীমানা পেরিয়ে ওপারে চলে যান।
গোপালবাড়ি চেংগ্নী গ্রামের দোলপূজা কমিটির সভাপতি বিনয় চন্দ্র হাজং জানান, আমরা প্রতি বছর মন্দিরে দোলপূজার আয়োজন করি, কৃর্তনীয় দল মন্দির প্রাঙ্গনে কৃর্তন পরিবেশন করে, মন্দিরে প্রার্থনা হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ছাড়াও আমাদের নিজস্ব সেচ্ছাসেবক টিম নিয়োজিত থাকবে।
লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান জানান,মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং বিজিবি মোতায়েন থাকবে,আমরাও যার যার অবস্থান থেকে মেলায় সুশৃঙ্খল পরিবেশ রক্ষায় সক্রিয় থাকবো। নেত্রকোনা ১ আসনের সাংসদ সদস্য আগামীকাল মঙ্গলবার এ মেলা উদ্বোধন করবেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।