
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৩, ৬:৪২ পি.এম
বদলগাছি তে নিখোঁজ কিশোরকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর

মোঃ সারোয়ার হোসেন অপু , বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
জানা যায়, নিখোঁজের ০৬ দিন পর কিশোরগঞ্জের ইমতিয়াজ ইসলাম রিদয় (১১) নামের এক কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বদলগাছী থানা পুলিশ।
তথ্য সংগ্রহ কালে জানা যায়, উদ্ধার হওয়া ইমতিয়াজ ইসলাম রিদয়, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউপি’র গুজাদিয়া গ্রামের মোঃ সুলাইমানের ছেলে। ৭মার্চ (সোমবার) সকাল ১১টায় উদ্ধারকৃত কিশোর ইমতিয়াজ ইসলাম রিদয়কে তার মামার হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান।
মোঃ সারোয়ার হোসেন অপু ‘গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার সময় পায়ে হেঁটে বাসস্ট্যান্ডে যাতায়াতের সময় ঢাকা মহানগর দক্ষিণখান থানাধীন ফরিদ মার্কেট থেকে আমার ছেলে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজখুঁজির পর না পেয়ে থানায় জিডি করি। জিডির সূত্র ধরে বদলগাছী থানা পুলিশ আমার ছেলেকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেন। পুলিশের মাধ্যমে ছেলেকে পেয়ে আমি খুবই খুশি এবং বদলগাছী থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ওসি মুহা. আতিয়ার রহমান বলেন, ‘গত রবিবার বদলগাছী থানার কোলা ইউপি’র ভান্ডারপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে উজ্জল হোসেন ছেলেটাকে নীলসাগর ট্রেনে ঢাকা থেকে আসার সময় পেয়ে থানায় খবর দিলে আমরা ওই কিশোরের স্বজনদের অবগত করি। কিশোরের বাবা ও মামা থানায় এসে শনাক্ত করলে তাদের হাতে কিশোর রিদয়কে হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।