
মোঃ আব্দুল্লাহ বুড়িচং প্রতিনিধিঃ
“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস – ২০২২ উপলক্ষে উপজেলা র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি কুমিল্লা-৫ ( বুড়িচং -ব্রাহ্মনপাড়া) আসেনর সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবু হাশেম খান এমপি।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার, বুড়িচং থানার পরিদর্শক তদন্ত মোঃ মাকসুদুল আলম, উপজেলা সমাজ সেবক কর্মকর্তা মোঃ আবদুল আউয়াল,উপজেলা সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, উপজেলা ব্যবস্থাপনা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাবিনা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম প্রমুখ।
আলোচনা শেষে অতিথিদের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের মুগ্ধ করে। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা কাযর্যালয়ের সকল সদস্যসহ বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।