
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৩, ৭:৪৯ পি.এম
কাউখালীতে গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব উৎসব উপলক্ষে মতুয়া আশ্রমের মঙ্গল শোভাযাত্রা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মতুয়া আশ্রমের আয়োজনে গুরুচাঁদ ঠাকুরের ১৭৭ তম আবির্ভাব উৎসব উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আশ্রম প্রাঙ্গনে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিলটন,পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, মতুয়া আশ্রমের সভাপতি আশীষ কুমার মৃধা, সাধারণ সম্পাদক সুশীল কুমার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন শিকদার, মতুয়া নেতা মাস্টার কিরণ হালাদার, প্রদীপ হালদার।
মঙ্গল শোভাযাত্রায় শতশত নারী পুরুষ অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠান শেষ হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।