
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৩, ৭:০৫ পি.এম
পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকানে হামলা চালিয়ে ভাংচুর

মোস্তফা মিয়া (রংপুর) প্রতিনিধি :
পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গেলে বৌ, শ্বাশুড়িকে পিটিয়ে গুরুতর আহত করে। বুধবার (০৮ মার্চ) সকালে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের জলাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, জলাইডাঙ্গা গ্রামের শমসের আলীর পুত্র রাজা মিয়া গং এর সঙ্গে একই গ্রামের মৃত ইব্রাহীমের পুত্র আব্দুল লতিফ মিয়া ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এরই সুত্র ধরে রাজা মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লতিফ মিয়ার বাড়ি সংলগ্ন মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ সময় বাধা দিতে গেলে লতিফ মিয়ার স্ত্রী শাহার বানু ও পুত্রবধূ মিম বেগমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় ৬জনের নাম উল্লেখ করে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করে বলেন, বিষয়টি ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান আসাদকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।