
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৩, ৮:৫৬ পি.এম
চোখের সামনে ছেলের মর্মান্তিক মৃত্যু, স্তব্ধ বাবা
![]()
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:
চোখের সামনে ছেলের মর্মান্তিক মৃত্যু, স্তব্ধ বাবা।
ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ি দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস দুর্গাপুরের পিকনিকের উদ্দেশ্যে আসে। শিক্ষার্থীদের সঙ্গে আসেন অনেকের অভিভাবকও। পথে দুর্গাপুরের বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়।
বাসের ভেতরে চাপা পড়ে বাবার সামনেই মৃত্যু হয় শিশু শিক্ষার্থী হিমেলের। চোখের সামনে ছেলের মৃত্যুদৃশ্য দেখে প্রায় ২ ঘণ্টা স্তব্ধ থাকেন বাবা শুকুর শেখ। তিনি পেশায় দিনমজুর।
শুকুর শেখ জানান, টাঙ্গাইলের ভূয়াপুর গ্রামে আসল বাড়ি, তবে ছেলের পড়াশোনা ও কর্মের জন্য তিনি ময়মনসিংহের মুক্তাগাছার নন্দীবাড়ি এলাকায় বসবাস করেন। এ সময় তিনি বারবার একটি কথাই বলছিলেন, 'নিয়ে এসেছিলাম কিন্তু নিয়ে যেতে পারলাম না।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।