
মোঃ আমিরুল ইসলাম,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর আন্তর্জাতিক নারী দিবস/ ২০২২ উদযাপন পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ( ৮ই মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্দ্যোগ্যে এক মানববন্ধন ও বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, ব্রাক কর্মকর্তা রবেয়া খাতুন, এনডিপিথর টিও খোরশেদা আক্তার প্রমূখ। উক্ত মানব বন্ধনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমিটির কর্মকর্তা উপস্থিত ছিলেন।