
আবু বকর সিদ্দিক জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ৮ মার্চ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। ব্র্যাক বিগত ৫০ বছর ধরে নারীর অধিকার, জেন্ডার বৈষম্য দূরীকরণ, নারীর প্রতি সহিংসতা বিলোপ ও নারীর অমিত সম্ভাবনা বিকাশে কাজ করছে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০.৩০ টায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে র্যালী ও মানববন্ধনের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সানোয়ারুল হক এর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুল হক, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জ্জি,সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, মহিলা সভানেত্রী নীনা রহমান, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফসার উদ্দিন সরকার, জেলা তথ্য অফিসার মোঃ নুরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরীন সুলতানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ওমর ফারুক, জেলা ব্যবস্থাপক( সেলপ), ডেপুটি ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম সহ বিভিন্ন এনজিও কর্মী ও নারী নেতৃবৃন্দ।