
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধিঃ
শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা“টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগন্য ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুক্তিযুদ্ধ,মুজিব শতবর্ষ, করোনা পরিস্থিতিতে নারীর নেতৃত্ব এবং নারীর বলিষ্ট অবদান তুলে ধরে আলাচ্য সুচীতে বাগরহাট জেলার কচুয়া উপজেলায় ৮ মার্চ ২০২২ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এবং (কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, জজ এস এবং ওয়াটার এইড) পুষ্টি উন্নয়নে অংশ গ্রহন মূলক সমন্বিত প্রকল্প(ক্রেইন) এর সহোযাগিতায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন হয়। উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার।
অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক সমীর বরন পাইকের সঞ্চালোনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃআসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু। আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক জাহিদুল ইসলাম বুলু,উপজেলা সমন্বয়কারী-ক্রেইন প্রকল্পের মাহফুজা আক্তার মনি, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা বিজয়া লোপা, মোঃ মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন নারী সংঘঠন ও বেশকিছু এনজিও প্রতিনিধি।