
বিশেষ প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জু ও ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফের উপর হামলার ঘটনা ঘটেছে। ৮ মার্চ’২২ মঙ্গলবার সকালে দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাটে ও দুপুরে ফুলগাজীর মুন্সিরহাট বাজারে পৃথক হামলার ঘটনা ঘটে। হামলার জন্য সরকারি দলের নেতা-কর্মীদের দায়ী করে অবিলম্বে দোষীদের শাস্তি দাবী করেছেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন ও জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।