
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৩, ৮:৪৩ পি.এম
এতিমদের সাথে দেশ রুপান্তরের পঞ্চম বর্ষে পদাপন উদযাপন
মোঃ জাকারিয়া হোসেন, তালতলী উপজেলা প্রতিনিধিঃ
বরগুনা শিশু পরিবারের এতিম শিশুদের সাথে নিয়ে দায়িত্বশীলতার পঞ্চম বর্ষে পদাপন উদযাপন করেছে দৈনিক দেশ রুপান্তর।
রবিবার বিকেলে শিশু পরিবার মিলনায়তনে কেক কাটা ও অলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন শিশু পরিবার মসজিদের ইমাম মাওলানা আল আমীন।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরগুনা জেলা সমাজসেবার উপ পরিচালক মো: শহিদুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল ইসলাম টিটু প্রমুখ। সঞ্চালনা করেন ডিবিসি টিভির বরগুনা প্রতিনিধি আব্দুল মালেক মিঠু। বরগুনা প্রতিনিধি সুমন শিকদারের অসুস্থতার জন্য দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।