
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৩, ৭:৫৮ পি.এম
মোংলায় হরিণের মাংসসহ আটক ২ জন
মোস্তাফিজুর রহমান, মোংলা,বাগেরহাট প্রতিনিধি:
মোংলার নারিকেলতলা এলাকা থেকে হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে স্থানীয়রা।সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারিকেলতলা এলাকা থেকে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁদপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নারিকেলতলা আবাসনের সুলতান শরীফের ছেলে ভ্যানচালক চালক মোঃ বেল্লাল শরীফ (৩২) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজমিস্ত্রি মোঃ সাদ্দাম হোসেন (৩২)।
স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুন মল্লিক জানান, গাঁজা নিয়ে কেউ একজন পালাচ্ছে এমন খবর পেয়ে আমি দ্রুত নারিকেলতলার ছোট ব্রীজের গোড়ায় এসে মটরগাড়ি থামিয়ে এদের তল্লাশি করলে তাদের কাছ থেকে হরিণের মাংস পাই। তাদের কাছ থেকে মাংসের পরিমান প্রায়১৯ কেজি। পরে মোংলা থানা পুলিশকে খবর দিলে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার সততা স্বীকার করে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।