
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৩, ৮:৩৭ পি.এম
নিউরোসার্জন হতে চান মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হওয়া নেত্রকোণার আসিফ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:
নিউরোসার্জন হতে চান মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হওয়া আসিফ আসিফ রহমান নিহাল।
২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন নেত্রকোণার আসিফ রহমান নিহাল।
তিনি পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের মো. মিজানুর রহমান ও আফরোজা বেগম দম্পতির বড় ছেলে। তারা এখন ময়মনসিংহ শহরের কিষ্টপুর দৌলত মুন্সি রোড এলাকায় বসবাস করেন।
আসিফ ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন। তিনি পঞ্চম শ্রেণিতে ময়মনসিংহ গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলে ভর্তি হন। ভর্তি পরীক্ষায়ও তিনি প্রথম হন। পরে ষষ্ঠ শ্রেণিতে ময়মনসিংহ জিলা স্কুলে ভর্তি হয়ে সেখান থেকে এসএসসি পাস করেন। তিনি এইচএসসি পাস করেন আনন্দ মোহন কলেজ থেকে। ভালো ফলাফলের মাধ্যমে তিনি মা-বাবাকে প্রতিবারই গর্বিত করেছেন।
সোমবার (১৩ মার্চ) দুপুরে কথা হয় আসিফের বাবা মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, আসিফের মায়ের ইচ্ছা ছিল, ছেলে চিকিৎসক হবে। শেষমেশ তার স্বপ্নই পূরণ হলো।
আসিফের বাবা আরও বলেন, ছোটবেলা থেকেই সে ভালো ছাত্র ছিল। আমি তাকে পড়াশোনায় কোনো চাপ দিইনি। আমি চাই, ছেলে চিকিৎসক হোক আর অন্য কোনো পেশায় থাকুক; সে যেন একজন ভালো মানুষ হয়।
ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হওয়া আসিফ রহমান বলেন, কলেজে ভর্তির পর থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতিও নিয়েছি। ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হতে পেরে ভালো লাগছে। ছোট চাচাকে দেখে চিকিৎসা পেশার প্রতি আমার আগ্রহ বাড়ে। আমার মাও সব সময় চাইতেন আমি যেন আমি মেডিকেলে পড়ি। তাই নবম শ্রেণিতে পড়ার সময়ই মনে হয়েছে আমাকে ভালো কিছু করতে হবে।
তিনি আরও বলেন, নিউরোর বিষয়গুলো আমার ভালো লাগে। তাই ভবিষ্যতে নিউরোসার্জন হতে চাই। শুধু ভালো চিকিৎসকই নয়, একজন ভালো মানুষও হতে চাই।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।