
মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ( ৮ মার্চ মঙ্গলবার) সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে,ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, পেশাজীবি মহিলা, শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শিক্ষক মেহবুবা আকতার, প্রভাষক নাসরিন আকতার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে নারী দিবসের গুরুত্ব তুলে ধরেন। তারা নারীশিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার এবং নারীদের সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেইনার শামীমা আক্তার।