
র্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ০১ জন ভুয়া র্যাব গ্রেফতার।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। ভুয়া আইন শৃংঙ্খলা বাহিনীর পরিচয়ে অপরাধ সংগঠনকারী চক্র বিভিন্ন অপরাধ সংগঠন করে আসছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
https://youtu.be/korufqkkVlY
এরই ধারাবাহিকতায় ০৭ মার্চ ২০২২ তারিখ, র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল সূত্র মারফত অবহিত হয় যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন চুপড়িয়া এলাকায় একজন ব্যক্তি নিজেকে র্যাব পরিচয়ে এবং নিজ নামীয় র্যাব আইডি কার্ড দেখিয়ে মানুষকে অহেতুক হয়রানি, ভয়ভীতি ও বিভিন্ন অপকর্ম করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি একই তারিখ ১৬.০৫ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার সদর থানাধীন চুপড়িয়া এলাকা থেকে আসামী ১। শরিফ আফ্রিদী(২৪), পিতা-মাহাবুবর রহমান, মাতা-তানজিলা খাতুন, সাং-বাকশা বাগাডাংগা, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে। এ সময়ে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি ভুয়া র্যাব আইডি কার্ড, ০১টি মোটরসাইকেল, ০৩টি মোবাইল ফোন ও ০৬টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার কৃতকর্মের কথা স্বীকার করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।