
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৩, ৮:১১ পি.এম
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১০
রনি মিয়া স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর-রানীগঞ্জ রোডে দিন রাতে ট্রাক্টর ও ট্রলি যোগে মাটি বহন করা হচ্ছে।
সেই মাটি পাকা রাস্তায় পড়ে অল্প বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার শিকার হয়েছে সুনামগঞ্জ-ঢাকাগামী আল মোবারাকা পরিবহন, এতে ৭/৮জন আহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে রানীগঞ্জ সেতুর উত্তরপাড়ে শেখ পাড়া পয়েন্ট এর পাশে সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় মাটি পড়ে থাকায় মাটিতে ভোর থেকে হালকা বৃষ্টির কারণে পাকা রাস্তা কর্দমাক্ত হয়ে গিয়েছিলো। সে সময় ঢাকাগামী আল মোবারাকা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৬৫২-) রাস্তার কাদামাটিতে স্লিপ করে পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে।
এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, এসময় পরিবহনের ড্রাইভারসহ ৭/৮জন ও সিএনজি ড্রাইভার সহ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রা। রাস্তায় কাদা থাকার কারণে গাড়ি ঠিকমতো ব্রেক হয়নি। যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এর পাশাপাশি কয়েকটি সিএনজি ও মটর সাইকেল সকালে দূর্ঘটনার শিকার হয়েছে।
নাম প্রকাশে অনুচ্ছিক একাদিক ব্যক্তি জানান, কতিপয় মাটি ব্যবসায়ী উপজেলার বিভিন্ন এলাকার কৃষি জমি ও নদীর পাড় থেকে রাতভর ও দিনেও ট্রাক্টর ও ট্রলিযোগে মাটি আনা নেয়া করে। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ জনগণ। বিভিন্ন কাজে মাটি বহনের কারণে রাস্তায় মাটি পড়ে থাকার দরুণ ছোট-বড় দুর্ঘটনার ঘটনা প্রায় ঘটছে। তবু বন্ধ নেই ট্রলি-ট্রাক্টর যোগে মাটি বহন। আর রাস্তায় পড়ে থাকা মাটি পরিষ্কার করারও উদ্যোগ নেয়া হয় না।
সড়কের কাদামুক্ত করার বিষয়ে জানতে সুনামগঞ্জের সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করা আলাপ করা সম্ভব হয় নাই।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।