ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর ধান-পাট ব্যবসায়ী সমিতির ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
মোঃ শফিকুল ইসলাম হারুনকে সভাপতি, বিপ্লব পালকে সাধারণ সম্পাদক ও মোঃ সাদিকুল ইসলামকে কোষাধ্যক্ষ করে এ কমিটি ঘোষণা করা হয়। বুধবার রাতে পৌর শহরের উত্তরবাজারস্থ ধান-পাট ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতি এই কমিটি গঠন করা হয়।
বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনের সভাপতি আরশাদ আলী বেপারী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হারুনের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন হাফেজ মোঃ আবুল কালাম। ওই অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে একাধিক প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম হারুন, সাধারণ সম্পাদক পদে বিপ্লব পাল ও কোষাধ্যক্ষ পদে মোঃ সাদিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল বলেন, দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। অধিবেশনে বক্তব্য রাখেন ধান পাট ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সভাপতি আরশেদ আলী বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলাল, আলী আকবর আনিছ, কমল বসাক, শামীম খান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]