
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৩, ৬:৪০ পি.এম
ভালুকায় মাদ্রাসার সুপারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ
ময়মনসিংহের ভালুকায় কাতলামারী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মোফাজ্জল হককে দায়িত্বরত অবস্থায় হামলার প্রতিবাদ ও দোষীদের উপযুক্ত বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ মার্চ বিকেলে উপজেলা পরিষদের সামনের সড়কে স্থানীয় শিক্ষক সমাজের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভালুকা উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ আর শামসুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সুবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন ঢালী, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি নাজমুল আলম, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক লিয়াকত আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি নজরুল মানিক, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, বহুলী দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা রমজান আলী, ওমর ফারুক প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ মার্চ কাতলামারী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মোফাজ্জল হকের উপর দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বক্তারা শিক্ষকের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অতিদ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি দাবি করেন।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও এখন পর্যন্ত মামলা রুজু না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত মামলা রুজু করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।