
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৩, ১০:২৭ পি.এম
নাটোরের বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
ওমর ফারুক খান (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে খনন করা পুকুর থেকে মাটিবহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শান্ত ইসলাম (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ৬ নং গোপালপুর ইউনিয়নের নওগ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত নওগ্রামের আসমত আলী প্রামাণিকের ছেলে। সে নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। খেলায় অংশ নিয়ে পিপাসা লাগলে শান্ত তার ফুফুর হাত ধরে স্কুলের পাশে একটি বাড়িতে পানি পান করতে যাচ্ছিল। এ সময় পথে মোহাম্মদ আলী ও অবৈধ ঠিকাদার রানিং ৮ নং ওয়ার্ড মেম্বর জামিরুল ইসলাম নামে দুই ব্যাক্তির অবৈধভাবে খনন করা পুকুরের মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যায়।
এলাকা বাসি ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানান প্রশাসনের লোক ও মিডিয়ার লোক এসে অবৈধ মাটি ব্যাবসায়ি মেম্বর জামিরুলের সাথে ফিসফিস করে মিটমাট করে চলে যায়।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।