
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৩, ৯:২০ পি.এম
বরগুনার শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ভরাডুবি, হাত পাখার জয়
ওমর ফারুক সৈকত, বরিশাল প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ৬৩৪ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফারুক খান।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শেষে বৃহস্পতিবার ১৬ মার্চ সন্ধ্যায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে মো. ফারুক খানকে। তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল ও তথ্য নিশ্চিত করেন।
ক্ষমতাসীন দলের দখলে তালতলী শারিকখালী ইউনিয়ন সেখানে হাতপাখার প্রার্থীর কাছে নৌকার আবুল বাসার বাদশা তালুকদারকে হারানোর পেছনে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন নেতারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, হাতপাখার মো. ফারুক খান ২০৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাকির হোসেন বাবলু তিনি পেয়েছেন ১৪৭০ ভোট। তৃতীয় স্থানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. বাসার বাদশা তালুকদার পেয়েছেন ১৪৪০ ভোট।
ভোটে প্রার্থীর জয়ে উচ্ছ্বসিত ইসলামী আন্দোলনের তালতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খান বলেন, শুকরিয়া মহান রাব্বুল আলামিনের কাছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তাই হাত পাখার বিজয় সুনিশ্চিত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তালতলী উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, দলের ভিতরে অভ্যন্তরীণ কোন্দলের কারণে আজ নৌকার ভরাডুবি হয়েছে। যে কারণে নৌকা প্রতীকের বরাদ্দ সঠিকভাবে হয়নি। ওখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন, বিএনপিরও একজন প্রার্থী ছিলেন। তারা সবাই চেষ্টা করেছেন নৌকাকে ঠৈকাতে।
তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির বলেন, বাসার তালুকদারের পারিবারিকভাবে ঝামেলা থাকার কারণে তিনি তার পরিবার থেকেও প্রাপ্ত ভোট পাননি। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি। তার নির্বাচনী এলাকায় নেতাকর্মীরা প্রচার চালিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।