
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর অভিযানে গৃহবধুকে এসিড নিক্ষেপের মত জঘন্যতম ঘটনার প্রধান আসামী মোঃ মিলন খান (৩৬) এবং এজাহারভূক্ত বাকী ০৩ জন আসামীসহ গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন এলাকা হতে গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী, প্রতারক চক্র, চাঞ্চল্যকর অভিযান, ধর্ষক এবং হত্যাকারী ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও নারী ও শিশু অধিকার রক্ষার্থে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। যেখানে নারীর অধিকার ক্ষুন্ন হয়েছে সেখানে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসামীদের গ্রেফতার করেছে। সম্প্রতি বিভিন্ন সময়ে ধর্ষণের মামলায় মূল আসামী, নির্যাতনকারী এবং এসিড নিক্ষেপকারীদের গ্রেফতার করে জনসাধারণের প্রত্যাশা পূরণের সক্ষম হয়েছে। গণমাধ্যম কর্মী ও দেশবাসীর পূর্ণ সমর্থন নিয়ে র্যাব নারীর অধিকার রক্ষার্থে সাফল্য ধরে রাখতে বদ্ধ পরিকর।
https://youtu.be/MbVlyptfk1Q
সম্প্রতি সময়ে গত ০২ মার্চ ২০২২ তারিখে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন গৃহবধু মোসাঃ তয়না বেগম(২০) কে রাতের বেলা ঘরের বেড়া কেটে তার শরীরের উপরে এসিড নিক্ষেপ করে। এতে ভিকটিমের বাম চোখ, মুখমন্ডল, ডান হাত এবং বাম হাত ঝলসে যায়।
এছাড়াও ভিকটিমের সাথে একই খাটে শয়নরত তার মায়ের ডান হাতের কনুই ঝলসে যায়। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ভিকটিমের ন্যায়বিচারের দাবিতে গলাচিপা উপজেলা পরিষদের সামনে এলাকাবাসী মানববন্ধন করে।
উক্ত ঘটনার পর ভিকটিমের ভাই বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় ভিকটিমের পাষন্ড স্বামী মোঃ মিলন খান (৩৬) এবং তার সহযোগীদের বিরুদ্ধে ২০০২ সালের এসিড অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করেন। যা গলাচিপা থানার মামলা নং-০৩ তারিখ ০২/০৩/২০২২, এসিড অপরাধ দমন আইন ২০০২ এর ৫/৭ ধারা। মামলার পর হতে মোঃ মিলন খান (৩৬) সহ অনান্য আসামীরা সুকৌশলে এলাকা হতে পালিয়ে আত্মগোপনে চলে যায়। যড়ড়.পড়স স¦াক্ষরের সময়-১২:৫৫ রিপোর্ট-১
এই ঘটনার প্রেক্ষিতে র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার সেই গৃহবধুকে এসিড নিক্ষেপ ঘটনার প্রধান আসামী মোঃ মিলন খানসহ এবং অনান্য সহযোগী আসামীরা গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন আরিসপুর এলাকায় গাঁ ঢাকা দিয়ে রয়েছে।
উক্ত আসামীদের উপর র্যাব-৩ এর গোয়েন্দা দল গোয়েন্দা নজরদারী শুরু করে। উক্ত ঘটনার তথ্যের সত্যতা যাচাই করে এবং আসামীদের অবস্থান নিশ্চিত করার পর র্যাব-৩ এর একটি অভিযানিক দল অদ্য ০৯/০৩/২০২২ তারিখ ভোর ০৫৪৫ ঘটিকার সময় গাজীপুর জেলার টঙ্গী থানাধীন আরিসপুর এলাকায় গৃহবধুকে এসিড নিক্ষেপের মামলার প্রধান আসামী ১। মোঃ মিলন খান (৩৬), পিতা-মৃত আবুল কাশেম খান, সাং-চর আগলী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী, ২। মোঃ সাগর চৌকিদার (২০), পিতা-মোঃ হেলাল চৌকিদার, সাং-চর আগলী, থানা- গলাচিপা, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ হেলাল চৌকিদার (৪৫), পিতা-নুর মোহাম্মদ চৌকিদার, সাং-চর আগলী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী, এবং ৪। মোসা রুবী বেগম (৪০), স্বামী- মোঃ হেলাল চৌকিদার (৪৫), সাং- রতেœশ্বর, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীদের কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীদের এসিড নিক্ষেপের ঘটনার সাথে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। ৪। ভিকটিম মোসাঃ তয়না বেগম(২০) এবং মোঃ মিলন খান (৩৬) (এসিড নিক্ষেপকারী) ০৪ বছর পূর্বে পারিবারিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর হতেই পারিবারিক কলহের জেরে বিভিন্ন সময় ভিকটিম মোসাঃ তয়না বেগম (২০) এর উপর তার শশুরবাড়ির লোকজন শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করতো।
একপর্যায়ে ভিকটিম নির্যাতন সহ্য করতে না পেরে কিছুদিন পূর্বে সে তার বাবার বাড়িতে বসবাস করা শুরু করে। ভিকটিমের স্বামী তাকে তার শশুড়বাড়িতে জোরপূর্বক নিয়ে যেতে চায় কিন্তু ভিকটিম যেতে রাজী না হলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় এবং তার ক্ষতি করার হুমকি দেয় এবং পরবর্তীতে এসিড নিক্ষেপের মত জঘন্যতন ঘটনাটি ঘটায়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মোঃ খায়রুল কবীর সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) পক্ষে পরিচালক