
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৩, ৮:৫৮ পি.এম
গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা নাজিম আহমেদ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ মাজহার, শিক্ষার্থী ইসরাত জাহান জেরিন, নুসরাত জাহান, করুনা, আনিকা ইসলাম ফারিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, আব্দুর রউফ মোস্তাকিম, নারী কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দেশাত্মকবোধক গানে স্বর্ণপদক জয়ী লাবিবা ইসলাম রুদিতাকে সংবর্ধনা দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।