
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ঢাবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ (ডুকাস) এর আগামী ১ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে সাহারুল ইসলাম সামুকে সভাপতি ও কালামুল্লাহ্ আল কাফিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে উত্তম কুমার রায়, আসাদুজ্জামান রানা, আবুল কালাম ইমন, শানু চন্দ্র রায়, রায়হান হক; যুগ্ম সাধারণ সম্পাদক পদে পপি রায়, রেজাউল ইসলাম, পরিতোষ কুমার; সাংগঠনিক সম্পাদক পদে মমিনুর ইসলাম, শিবলী সাদিক, মানসী সিংহ; দপ্তর সম্পাদক পদে তপু শর্মা; উপ-দপ্তর সম্পাদক পদে মুনতাসিন বিল্লাহ প্রচার সম্পাদক পদে সোহেল রানা সাব্বির উপ প্রচার সম্পাদক পদে দবিরুল ইসলাম ক্রীড়া সম্পাদক পদে আনিসুর রহমান উপ ক্রীড়া সম্পাদক পদে এফ এস রিদয় অর্থ বিষয়ক সম্পাদক পদে আসাদুজ্জামান লিমন উপ অর্থ বিষয়ক সম্পাদক পদে খোরশেদ আলম শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে আইনুল হক উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে লিটন ইসলাম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রিপন রায়; উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে লামিয়া লিমু সদস্য পদে নাজমু আরা সুবর্ণা, জয়ন্ত রায়, মহারাণী রায় ও আমাতুল্লাহ ফাতেমা নির্বাচিত হয়।