
সুজন হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বাবরা গ্রামে সড়ক দূর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছে। আজ বুধবার (৯ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে গ্রামের ভিতর সড়কে মটরসাইকেল ধাক্কায় হালিমা বেগম (৫০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলা বাবরা গ্রামের ইব্রাহিম হোসেনের মা।
স্থানীয়রা জানায়, হালিমা বেগম প্রতিদিনের ন্যায় সকালে বাড়ীর পাশে চাতালের পানির ফিল্টার থেকে কলসি ভরে পানি নিয়ে বাড়ি ফিরছিলেন, আব্দুর রশিদের মুদি দোকানের সামনে পৌঁছালে এক যুবক দ্রুত গতিতে মটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় ঐ মটরসাইকেলের সাথে ধাক্কা লেগে সড়কের উপর সটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জুরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।