মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:
দিনাজপুরের ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগে ফুলবাড়ী রেজিষ্ট্রারি অফিসের স্ট্যাম্প ভেন্ডার মুসা আলম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে ফুলবাড়ী থানার পুলিশ। আটক মুসা আলম পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
গত(২২ মার্চ)বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর কৃষ্ণপুর কদমতলি এলাকায় এই ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, গত গত(২২ মার্চ) বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গৃহবধূ ফুলবাড়ী থেকে আশ্রয়ণ প্রকল্পের নিজ বাড়িতে যাওয়ার সময় উত্তর কৃষ্ণপুর কদমতলীতে মুসা আল ঐ গৃহবধূর পথরোধ করে জোরপূর্বক ঝাপটিয়ে ধরে রাস্তার পাশের ধানখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মুসা আলমকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে ঐ নারীকে উদ্ধার ও মুসা আলমকে আটক করে থানায় নেয় হয়। এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুসা আলম ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আটক করে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]