
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৩, ৯:৫৫ পি.এম
বিআরডিবি ইরেসপো প্রকল্পের উদ্যোগে এ শতাধিক কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষন প্রদান
মোঃগোলাম রাব্বী,পটুূয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে হাই স্কুলগামী কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিআরডিবি ইরেসপো প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়েছে।
কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোসা: নার্গিজ আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো: আল আমিন। বিশেষ অতিথি ছিলেন,বাউফল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা:মরিয়ম আক্তার নিষু। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহবুবা বেগম,সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাজমুন নাহার ইরানি ও রুহুল আমিন।
এ সময় ইরেসপো প্রকলপের আওতায় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণীর ১০০ কিশোরী কে সচেতনতামূলক প্রশিক্ষন দেয়া হয়,তাদের মাঝে খাতা কলম ও সেনিটারি নেপকিন বিতরন করা হয়।
প্রধান অতিথি বলেন, কিশোরীদের সঞ্চয়ি মনোভাব ও বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলাই এ প্রশিক্ষনের উদ্দেশ্য।
উল্লেখ্য,কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজ এর ১০০ কিশোরী দের নিয়ে কিশোরী সংঘ করা হয়,২ মাস পরপর তাদের সচেতনতা মুলক প্রশিক্ষন দেয়া হয়ে থাকে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।