
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৩, ৯:৩৪ পি.এম
রংপুর জেলা পরিষদের তরুন প্যানেল মেয়র আলতাফ হোসেনের রমজানের শুভেচ্ছা
সাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
মাহে রমজানে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হন। রমজান মাসে গুণাহ বা পাপ বিমোচিত হয়, পূণ্য বা নেয়ামত বৃদ্ধি পায়।
রংপুর জেলা পরিষদের কাউনিয়া ২ আসন থেকে নির্বাচত হয়ে পরবর্তীতে তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলোচনার শীর্ষে অবস্থান নেওয়া আলতাফ হোসেন মহান আল্লাহ' তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। তিনি সকলের দোয়া ও ভালোবাসায় ব্যাপক উন্নয়ন মুলক কাজে ভুমিকা রাখতে চান।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, সমাজে অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্যই কর্তব্য।
তাই মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তারা এ প্রার্থনা জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।