
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৭:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৩, ১০:৩৮ পি.এম
যশোরে ইয়াবা ট্যাবলেটসহ নারী গ্রেফতার
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর সদরের নিউমার্কেট এলাকায় র্যাব-৬ যশোর অভিযান পরিচালনা করে ১হাজার ৮ শত৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিলা মাদক ব্যবসায়ী হোসনে আরা (৪৬)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি কুমিল্লা জেলার মতলব থানার মিজিবাড়ী গালিমখা গ্রামের মৃত খলিল বেপারীর মেয়ে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস এ অভিযান পরিচালনা করে।
ঘটনার বিবরণ অনুযায়ী র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন নারী মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বহন করে বিক্রয় করার উদ্দেশ্যে বাসযোগে যশোর আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হোসনে আরাকে ১ হাজার ৮ শত ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইলসহ গ্রেফতার করে।
যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন, এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করে আসামিকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।