
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৩, ১০:০৪ পি.এম
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভালুকায় যুবলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ
ময়মনসিংহের ভালুকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক মানবিক কর্মসূচীর অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা মনিরুজ্জামান মামুনের উদ্যোগে ও নিজস্য অর্থায়নে ৯ এপ্রিল রোববার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম রাজধানী হোটেল এন্ড বিরিয়ানি হাউজের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহান শরিফ, যুবলীগ নেতা সাদিকুর রহমান সাদেক, শেখ মোহাম্মদ উজ্জল, আল ইমরান, রাসেল আহাম্মেদ, রুহুল আমিন, জাহাঙ্গির আলম, ফারুক খান উজ্জল, আকাশ, রিফাদ, হৃদয় প্রমূখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, আলু, পিয়াজ, ছোলা ইত্যাদি।
উপজেলা ছাত্রলীগের সাবেক ২ বারের সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা মনিরুজ্জামান মামুন বলেন, মানবতার মা মাাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই সাধারন সম্পাদক মোঃ মাইনুল ইসলাম খান নিখিল ভাইয়ের দিক নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হত দরিদ্র মানুষের কষ্ট লাঘবে আমার এই সামন্য প্রয়াস। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।