প্রেস বিজ্ঞপ্তি
গাজীপুর মহানগরীর টঙ্গী হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে আপোষহীন ভাবে বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে র্যাব এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, এজাহারনামীয় আসামী, মলম/অজ্ঞান পার্টি, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় কতিপয় সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বলে জানা যায়। তারা দিনের বেলায় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ভয়ংকর হয়ে উঠে। গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার সাধারণ লোকজনের বাসা-বাড়ি এবং যাতায়াতকারী গাড়ির আরোহীদের এই চক্রের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে তাদের নিকটে থাকা মোবাইল, টাকা- পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রীসহ সর্বস্ব ছিনিয়ে নেয়।
এই চক্রের ফাঁদে পরে অনেকেই শারিরীকভাবে লাঞ্ছনার স্বীকার হয়েছে বলে জানা যায়। বিষয়টি র্যাবের দৃষ্টিগোচর হলে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ এপ্রিল ২০২৩ তারিখ আনুমানিক রাত ০১.৩০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে সেনাকল্যান ভবনের পিছনে ফাঁকা নির্জন স্থানে কতিপয় ডাকাত চক্রের সক্রিয় সদস্যরা ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ মিন্টু মিয়া (২৩), পিতা- মৃত শাহজাহান মিয়া, জেলা- কিশোরগঞ্জ, ২) মোঃ হৃদয় (১৮), পিতা-মোঃ চাঁন মিয়া, জেলা- কিশোরগঞ্জ, ৩) স্বপন (২২), পিতা- মৃত কালু মিয়া, জেলা- নরসিংদী, ৪) মোঃ ফয়সাল (২০), পিতা- মোঃ ওয়াহিদ, জেলা-ময়মনসিংহ, ৫) মোঃ রাব্বি (২০), পিতা- মোঃ ফকির হোসেন, জেলা- শেরপুর ও ৬) শাকিল (২৫), পিতা- নুর আলম, জেলা- ফরিদপুর’দের গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত ০২ টি রামদা, ০২ টি লোহার তৈরী চাকু ও ০২ টি লোহার রড উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায় যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় বাসা-বাড়ি, সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, ব্যাটারী চালিত রিক্সা, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে।
এছাড়াও তারা জানায়, অপরিচিত কেহ তাদের এলাকায় নতুন আসলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে ডাকাতির কার্যক্রম করে এবং তাদের ডাকাতি কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্বাক্ষরিত/- নোমান আহমদ সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে মোবাঃ ০১৭৭৭৭১০১০৩
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]