
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৩, ৭:১৭ পি.এম
বদলগাছী উপজেলা বাসিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক

মোঃ সারোয়ার হোসেন অপু , বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
শুভ নববর্ষ ১৪৩০ উপলক্ষে ও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এ পহেলা বৈশাখে বদলগাছী উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, নওগাঁ জেলা বদলগাছী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ।
নববর্ষ উৎসবের মধ্যে জাতির আত্মচেতনা ও সাংস্কৃতিক পরিচয় নিহিত রয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, বাঙালির মহামিলনের দিন। এ দিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নব–প্রাণে নব-অঙ্গীকারে। সারাবছরের দুঃখ-জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভুলে সবাইকে আজ নব-আনন্দে জেগে ওঠার উদাত্ত আহ্বান জানাই।
পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য। মোগল সম্রাট আকবর ‘ফসলি সন’ হিসেবে বাংলা সন গণনার যে সূচনা করেন, তা সময়ের পরিক্রমায় আজ সমগ্র বাঙালির কাছে অসাম্প্রদায়িক চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে। বাঙালির আত্মপরিচয় ও শেকড়ের সন্ধান মেলে এর উদ্যাপনের মধ্য দিয়ে। পহেলা বৈশাখের দিকে তাকালে বাঙালি তার মুখচ্ছবি দেখতে পায়। বৈশাখ আমাদের নিয়ে যায় অবারিত ভাবে বেড়ে ওঠার বাতায়নে, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে। পহেলা বৈশাখ নতুন ভাবনা, নতুন এক মাত্রা নিয়ে আসে আমাদের মাঝে।
বিগত বছরের গ্লানি, পুরাতন স্মৃতি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে আমরা এগিয়ে যাবো –এবারের নববর্ষে এ হোক আমাদের প্রত্যয়ী অঙ্গীকার।
সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ আরোও বলেন, বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ- খ্রিষ্টীয় নববর্ষে এ প্রত্যাশা করি।
উল্লেখ যে, সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ জাতীয় দৈনিক জনতার ইশতেহার নওগাঁ জেলা প্রতিনিধি ও ফাস্ট নিউজ বিডি ডটকম এর বদলগাছি উপজেলা প্রতিনিধি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।