
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৩, ১০:৪৩ পি.এম
বাগেরহাটে ইয়াবাসহ গ্রেফতার ১
বাগেরহাট প্রতিবেদকঃ
বাগেরহাটে ৬০০পিচ ইয়াবাসহ মোঃ হালিম মৃধা (৪৫) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। হালিম মৃধা কক্সবাজার থেকে পেটের মধ্যে ৬‘শ পিস ইয়াবা নিয়ে মোরেলগঞ্জে ফিরছিলেন।
আটক হালিম মৃধা মোরেলগঞ্জ উপজেলার পায়লাতলা গ্রামের ধলু মৃধার ছেলে। আটক হালিম মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক পুলিশ পরিদর্শক এস,এম আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট কেন্দ্রিয় বাস টার্মিনালের সামনে থেকে হালিম মৃধা নামে ওই মাদক কারবারীকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার পেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট আছে। পরে আটক হালিম মৃধাকে বাগেরহাট জেলা হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক এম এম ফয়সাল ইসলাম একটি প্লাষ্টিকের পাত্রের মধ্যে হালিমকে মল ত্যাগ করার জন্য বলেন।
হালিম মল ত্যাগ করলে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট ছোট একই সাইজের ১২ টি পোটলা বের হয়ে আসে। যার মধ্যে ৫০ পিস করে মোট ৬শ পিস ইয়াবা ছিল।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।