
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৩, ১১:০৪ পি.এম
বুড়িচং সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং:
গতকাল (১৭এপ্রিল সোমবার) বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের হল রুমে বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বুড়িচং সাংবাদিক সমিতির সভাপতি মো.মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।
প্রধান আলোচকের বক্তব্যে শাহাজাদা এমরান বলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি গঠন হয়েছে যোগ্য মুলধারার সাংবাদিক দিয়ে। এটা কারোর ব্যক্তির প্রতিষ্ঠান নয়। সাংবাদিকরা তাদের যোগ্যতা দিয়ে এই সংগঠনের সদস্য হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। এখানে অপ-সাংবাদিকদের কোন জায়গা নেই।
তিনি আরো বলেন, বুড়িচং সাংবাদিক সমিতির কমিটিতে যারা আসছেন তার বস্তুনিষ্ঠ সংবাদ লিখার চেষ্টা করবেন। সাংবাদিকরা সমাজের দর্পন সেই দর্পণ হিসেবে বুড়িচংয়ে ভূমিকা রাখবেন।
বুড়িচং উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জেলা সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ব্রাহ্মনপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন,কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সদস্য মো.সোহাইবুল ইসলাম সোহাগ, ব্রাহ্মনপাড়া সাংবাদিক সমিতির সভাপতি মো.ফারুক আহাম্মদ, ব্রাহ্মনপাড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মো. রুবেল, সাংগঠনিক সম্পাদক সজিব ভুইয়া, বুড়িচং সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য এম এ হান্নান রোকন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডাঃ আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান মনির, বুড়িচং সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল্লাহ,বুড়িচং এয়ার ট্রাভেলস এর সত্ত্বাধিকারী আজাদ সুজন, বুড়িচং সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো.হাসান, বুড়িচং সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, দৈনিক রূপসী বাংলার বিশেষ প্রতিনিধি প্রভাষক ইকবাল হোসেন, বাংলার আলোড়নের বুড়িচং প্রতিনিধি আবু জাফর ছাদেক প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।